Passport Seva Kendra — Harassment in PSK

Address:West Bengal

আমি ৩০শে অক্টোবর ২০১২ পাসপোর্ট-এর জন্য Appointment পেয়ে Passport Seva Kendra, Kolkata, 781, Akash Tower, Kasba যায়| আমার জন্ম প্রমানপত্র না থাকায় আমি তাদের গ্রহনযোগ্য জন্ম প্রমান হিসেবে আমার পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ শিক্ষার্থীর পরিচয়পত্রটি জমা দিই| কিন্তু একজন অফিসার আমাকে বলেন যে ওই বিদ্যালয়ে বাংলাদেশী মানুষেরা যায় এবং আমাকে ধমক দিয়ে বলেন যে যতক্ষণ না আমি আমার ভোটার কার্ডের ফটোকপির ওপর “আমি বাংলাদেশ থেকে এসেছি” না লিখি ততক্ষণ আমাকে ওখানে আটকে রাখবে| আমি মানসিক ভাবে ভেঙ্গে পরি| আমার ব্লাড প্রেসার-এর প্রবলেম আছে| এমন ব্যাবহার আমি কখনো কারো থেকে পাইনি| আমি ভয় পেয়ে যায় এবং উনার কথা মতো তা লিখে দিই| তারপর আমি Senior officerকে গিয়ে নালিশ করি| উনি আমাকে শান্তনা দিয়ে বলেন যে কিছু হবে না এবং আমায় পাসপোর্টের ফি-এর টাকাটা জমা দিয়ে চলে যেতে বলেন| আমার পাসপোর্ট File Number : CA[protected]| আমি একজন ভারতের নাগরিক এবং নাগরিক হিসেবে এই কথাটি আপনাদের জানিয়ে রাখাটা দায়িত্ব হিসেবে মনে করি| ওই অফিসার-এর সাথে আমার কোনো নিজস্শ্ব শত্রুতা নেই| জানি এগুলো তাদের ডিউটি কিন্তু শুধু জানাতে চাই এমন যেনো বয়স্ক মানুষের সাথে না করে| বিভিন্ন ভাবে তাদের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে, heartattack, blood pressure, etc.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    West Bengal
    India
    File a Complaint