[Resolved]  ICICI Direct.com Sub Broker — cheating

sir, im srinivas and i know little bit english, my complaint:
im doing share trading with icicidirect sub broker(DBC). he is cheating me 20 lakhs in share trading. Mostly he is given falls promise and he lead me to face losses.I have strong evidence of his activities.,he will not give proper response regarding this,. i very wounded and my life tottaly turn into wrong way, and im standing blind to face my life.
I see this site and i have confident to teach great lesson to that ICICIDIRECT sub broker.pls helpme in this matter where should i make complaint and further proceedings?

with love
srinivas.m
29/24 paygopuram 3rd street
tiruvannamalai.606601
tamilnadu.
india
my contact no:[protected]
Was this information helpful?
No (0)
Yes (0)
Aug 13, 2020
Complaint marked as Resolved 
Complaint comments 

Comments

sometimrs site does not open in crucial moment resulting loss due to non purchase or sale of shares.it is advised, to contact site administrator. how I contact?
Icici securities দ্বারা বাংলার জনসাধারণের টাকাকে কোম্পানির / বাক্তিগত সম্পত্তিতে পরিণত করার ঘিন্নতম-নোংরা অসাধু চক্রান্ত ।


মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়,

Icici securities নামের একটি কোম্পানির সাথে stock broking এর ব্যাবসা করতে গিয়ে ভয়ানক এক অসাধু চক্রান্ত সম্বন্ধে জানতে পারলাম এবং প্রতিবাদ করতে গিয়ে আরও ভয়ানক সব চক্রান্তের শিকার হয়ে চলেছি । জীবন সংশয় ও মিথ্যা মামলার হুমকিও পেয়েছি বেশ কয়েক বার । কিন্তু বাংলার বাংলার জনসাধারণের টাকাকে কোম্পানির / বাক্তিগত সম্পত্তিতে পরিণত করার যে ঘিন্নতম-নোংরা অসাধু চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আজ প্রতিবাদ না করলে আরো বিশাল অর্থনাশ হয়ে পথের ভিখারি হয়ে যাবে বাংলার বহু মানুষ ।
প্রমানসহ আমি দাবি করছি যে আজ অব্দি খুব কম করেও প্রায় ২০, ০০০ সাধারণ মানুষ এদের প্রতারনায় নিজেদের কষ্টার্জিত টাকা হারিয়েছেন । আবারো প্রমাণসহ দাবি করছি পুরো টাকাটাই তারা শেয়ার এ হারেন নাই, বরং তাদের টাকা গ্রাস করেছে এই কোম্পানি খুব এ ধূর্ততার সাথে হাথ ঘুড়িয়ে । যদিও অনেকে অভিযোগ করেননি, কারন তারা এই বিশাল পুকুর চুরির ব্যাপারটা ভালভাবে ধরতে পারেননি বা তাদের পুরোপুরি মিথ্যা বোঝানো হয়েছে । আসলে ব্যাপারটা খুবই সূক্ষ্মভাবে ওপর মহল থেকে এমন ভাবে নীচের মহলের সাথে সাঁট-গাঁট করে করা হচ্ছে যে প্রতারিত খুব ভালো করে ধরতে পাচ্ছে না যে তিনি প্রতারিত হয়েছেন না ভাগ্যদোষের শিকার হয়েছেন ।
কিন্তু আমি এই প্রতারনার কথা ধরতে পেরে যখন icici securities এর ওপর মহলকে জানাই তখন থেকেই আমি এদের ১ নম্বর শত্রুতে পরিনত হই ।
Icici securities এর ওপর মহল থেকে ক্রমাগত চাপের মুখে এবং bse/nse/sebi এর নাম করে ওদের পাঠানো নকল লোক ও চিঠিতে ভয় পেয়ে গিয়ে আমি ওদের বিরুধ্যে অনেক প্রমাণ প্রতারিত হয়ে ওদের হাতেই তুলে দিয়েছি । এখনও অব্দি আমাকে ওরা ভয় দেখিয়ে চলেছে এবং আমার বিরুধ্যে মিথ্যা মামলা সাজিয়ে চলেছে ।
মিথ্যা অ্যাওয়ার্ড / আর্থিক শক্তি / আইন এর ক্ষমতার বলে বলীয়ান এই ধনী কম্পানির যে ৩/৪ জন লোক এই ভাবে বাঙালিকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিচ্ছে তারা আবার নিজেদের কে কলকাতা পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক বাক্তি এর খুব কাছের লোক বলে দাবি করছে । এদের সেই নিচ-মহল এখন সোজাসুজি দাবি করছে যে পুলিশ / কোর্ট/ nse/bse/sebi এর বিভিন্ন লোক ছাড়াও এরা রাজ্য ও কেন্দ্র সরকার এর কিছু নেতা – মন্ত্রির ঘর ও icici group এর টাকায় চলে, তাই এদের বিরুধ্যে কোথায় গেলেই ন্যায় বা প্রতারিত টাকা কোনটাই ফেরত পাওয়া যাবে না, উল্টে কোর্ট – পুলিশ এর চক্করে আর কিছু টাকা এরা খসিয়ে দেবে ।
হাজারো প্রমান সহ দেখাতে পারি যে পুরো কাণ্ড তাই আসলে icici securities এর অপর- মহল সমর্থিত ও ২০১১-২০১২ তেও হাজার হাজার বাঙালি আবার পথে বসতে চলেছে, এদের দ্বারা প্রতারনার শিকার হয়ে icici securities এর সম্পত্তি আরও বাড়বে এবং বাংলার কিছু সাধারণ মানুষ পথের ভিখারি হয়ে যাবে ।
আমার বাংলার মানুষকে এই নোংরা প্রতারনার হাত থেকে মুক্তি দিতে সম্প্রতি nse/bse/ sebi তেও এদের বিপক্ষে মামলা করেছি যার ফলে আমার বাক্তিগত ভাবে প্রচুর অর্থনাশ / সময় নাশ হয়ে চলেছে। কিন্তু ঘোষিত ফল যে ধনী প্রতারানাবাজ icici securities এর কর্মীদের পক্ষপাতদুষ্ট হতেও পারে এখন থেকেই মনে হচ্ছে ক্রমাগত ।
সততা ও পরিশ্রমের মাধ্যমে যেখানে মানুষের ধনবৃদ্ধি করার কথা চিন্তা করতাম সেই সফল বাণিজ্য এর নামে মানুষের টাকা নিয়ে নোংরা খেলা দেখতে পারিনি বলেই আজ আমাকে মিথ্যা মামলায় ফাসিয়ে দেয়ার ভয় দেখানো হচ্ছে, এমনকি বাড়ি থেকে বেরোনোর জন্নেও নিরাপত্তার অভাব অনুভব করছি ।
আমি এই প্রতারণার অভিযোগে আমার কাছে শেষ কিছু থাকা (( অনেক প্রমান এ বিলুপ্ত করে দেয়া হয়েছে ও ভয় দেখিয়ে প্রতারণা করে নিয়ে নেয়া হয়েছে, চাপের মুখে আমাকে দিয়ে মিথ্যা লিখিয়ে নেওয়া হয়েছে )) বাকি কিছু প্রমাণ ও আমি দিতে রাজি যদি এই রাজ্যের সরকার ও পুলিশ সেটা গ্রহণ করে / তদন্তে সাহায্য করে ও হাজার – হাজার প্রতারিত মানুষকে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার মৌখিক ঘোষণা সরকার করে তবে ।
সাথে আমার জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দিলে icici securities এর দ্বারা প্রতারিত বহু মানুষকে আবার তাদের প্রতারিত টাকা ও শেয়ার ক্ষতিপূরণ / ন্যায় পেতেও নিশ্চয় বিনা খরচে সাহায্য করবো প্রতিশ্রুতি দিচ্ছি।
ধন্যবাদ ।
সুজয় কুণ্ডু ।
মানবধিকার কর্মী ।
যোগাযোগ - ৯২৩১৯৪২৬০১
You need to be a BIG rich guy, to get justice.

If we people won't loose money in the stock market, then how would their brokerage houses run?

Our's loss is "Brokerage House's" gain, so they try their best to make us loose money.
.i am sukumar biswas.i am doing share trading with icicidirect sub broker(DBC). he is cheating me 20 lakhs in share trading. Mostly he is given falls promise and he lead me to face losses.I have strong evidence of his activities., he will not give proper response regarding this, . i very wounded and my life tottaly turn into wrong way, and im standing blind to face my life.
I see this site and i have confident to teach great lesson to that ICICIDIRECT sub broker.pls helpme in this matter where should i make complaint and further proceedings?
I have lost all money around Rs 192000 during July 2011 invested in my ATS account in June 2011 under guidance of you Officer posted at Shajahan Road Hazratganj Lucknow. It looks that some think either mistak or fussy in hadling in my deposit amount in ATC Client Code: [protected] and ICICIdirect demant Acc No.[protected] from my ICICI bank saving Bank Account no[protected] and Demant account no IN302902 – 48541536. I may have to go to consumer forum if you will not rescue my money Rs 192, 000
MohammadWaheed
4/86 vishal khand Gomti NagarLucknow
Mobileno.933592
Email address [protected]@gmail.com

icicisecurities — unbelievable brokerage cheating

we have taken lowest brokrage plan by guided by bank officer to open a new trading a/c . to open a/c tendency of bank to make full to customer by speaking allschme same way for option trading schme 195 plan explain as per plan 19.5 for one lot purchase and 19.5 for one lot sell so in all 40 for one buy /sell compare to 40 /40 =80 for buy/sell in normal plan with some condition but not a single staff have knowledge of plan at the same time for trading also provide advisior . after opening of a/c contineous onemonth trading done by help of advisior and every buy sell nominal margin we have made little profit advisior also know . at the end of month we are getting debit of 20000 . so it is a cheating cheating cheating as such full month trading done by advisior never explain trade having loss by the way of hevey brokrage at the same time turn over count difrrent from other broker to cheat goverment for tax on tot and customer for more brokrage further if condition not sattisfied brokrage charged is above normal that is 65 per lot buy sell and like that insted of 15000 credit shows 20000 debit looting inocent pepole at last while ask for wave of brokrae debit on 10/3/2012 all open postion squreoff loss of 50000 .on 13/3/2012 . please give issue to sebi and take action to get refund of 50000 andi infuture stop to contineous cheating

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    ICICI Direct
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    32%
    Complaints
    214
    Pending
    0
    Resolved
    69
    ICICI Direct Phone
    +91 22 2830 7780
    ICICI Direct Address
    Raj Palace, A1/15 Sector H, Purania Chauraha, Aliganj Lucknow, Aliganj, Uttar Pradesh, India - 226024
    View all ICICI Direct contact information